প্রকাশিত : রবিবার , ১৮ মে ২০২৫ , সকাল ১১:৫৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:২৬
রিপোর্টার : খুলনা ডেস্ক

বেনাপোলে আধা কেজি হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক


রিপোর্টার : the investor

বেনাপোল সীমান্তে আধা কেজি হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক হয়েছেন। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজার সংলগ্ন গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় নাগরিক জয়ন্ত দত্ত (৩৪) এর কাছ থেকে যশোর হ ২০-৫২৭৪ নম্বরের একটি হিরো পালসার প্রো মোটরসাইকেল এবং আধা কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত জয়ন্ত দত্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসার সময় নিয়মিতভাবে মাদক পাচারে জড়িত ছিলেন। আমদানি পণ্যবাহী ট্রাক চালক হিসেবে আসার সুযোগে তিনি হেরোইনসহ বিভিন্ন মাদক বাংলাদেশে এনে বেনাপোল এলাকার একজন মাদক ব্যবসায়ীর হাতে পৌঁছে দিতেন। তার কাছে পাওয়া মোটরসাইকেলটিও বাংলাদেশি এক মাদক ব্যবসায়ীর বলে জানা গেছে, যাকে শনাক্ত করতে বিজিবি অভিযান চালাচ্ছে। তিনি এবার WB-23 C-2142 নম্বরের একটি ট্রাকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবির একটি গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে টহল দল অভিযান পরিচালনা করে জয়ন্ত দত্তকে আটক করে। তল্লাশিতে তার কাছে থাকা মোটরসাইকেল থেকে হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমকে জানান, আটক ভারতীয় ট্রাক চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনা আবারও সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কড়া নজরদারির গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক পাচার রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।