প্রকাশিত : রবিবার , ১৮ মে ২০২৫ , দুপুর ১২:০৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:৪০
রিপোর্টার : খুলনা ডেস্ক

নিজ ছেলের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান, থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা


রিপোর্টার : the investor

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কৃষক দম্পতিকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগে নিজ ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা। অভিযুক্ত নাফিজ ফয়সাল আকাশ (২৫) তার একমাত্র ছেলে। শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় তাকে পুলিশে সোপর্দ করেন তার বাবা নিজেই। এরপর শনিবার বিকেল ৫টায় ধুনট থানা থেকে আকাশকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও থানার তথ্য অনুযায়ী, উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কলেজে পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল আকাশ। মেয়েটির পরিবার এই ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার আকাশ জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে তার স্ত্রী আর্জিনা খাতুনকে কুপিয়ে আহত করে। স্ত্রীকে রক্ষা করতে গেলে জাহাঙ্গীর আলমকেও মারধর করে সে। গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায় এবং অভিযুক্ত আকাশকে হেফাজতে নেয়।

ঘটনার পর আবুল মুনছুর আহম্মেদ পাশা নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, “আমি আপসহীন নেত্রীর কর্মী, কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।”

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানিয়েছেন, আকাশকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে চুরিকাঘাতের ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ করে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।