প্রকাশিত : রবিবার , ১৮ মে ২০২৫ , বিকাল ০৪:১৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:১৫
রিপোর্টার : খুলনা ডেস্ক

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হলো নুসরাত ফারিয়াকে


রিপোর্টার : the investor

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার, ১৮ মে দুপুরে ব্যাংককগামী একটি ফ্লাইটে ওঠার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেন। পরে ফারিয়াকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেখানে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, নুসরাত ফারিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তার নাম রয়েছে। মামলাটি চলমান বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা হয় এবং এতে অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে।

নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানোর পর বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে, একই মামলায় ফেব্রুয়ারিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মামলাটি এবং সংশ্লিষ্ট শিল্পীদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে চলছে মিশ্র প্রতিক্রিয়া।