প্রকাশিত : মঙ্গলবার , ২০ মে ২০২৫ , দুপুর ০১:০৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:১৬
রিপোর্টার : খুলনা ডেস্ক

সৈয়দ আমীর আলী হলের পাশে ছিনতাই, রাবি শিক্ষার্থী ছুরিকাহত


রিপোর্টার : the investor

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরাফাত শাওন সোমবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টার দিকে, সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায়।

জানা গেছে, শাওন হাঁটছিলেন যখন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথ রোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার পেটে দুইবার আঘাত করে পালিয়ে যায়।

পরে আশপাশের শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, পেটের একটি ক্ষত কিছুটা গভীর হলেও অপারেশন শেষে শাওন এখন বিপদমুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের টিম ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এখনো কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি, তবে আমরা সূত্র সংগ্রহের চেষ্টা করছি এবং পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”

ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।