প্রকাশিত : রবিবার , ১৫ জুন ২০২৫ , বিকাল ০৪:৩৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:২৬
রিপোর্টার : খুলনা ডেস্ক

দেশে ফিরেই মৃত্যুর ফাঁদে, অভয়নগরে প্রবাসীর করুণ পরিণতি


রিপোর্টার : the investor

যশোরের অভয়নগরে ঘটে গেছে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। প্রবাস জীবন কাটিয়ে মাত্র আড়াই মাস আগে কুয়েত থেকে দেশে ফিরে আসা হাসান শেখ (৩০) রোববার সকালে নিজ গ্রাম নাউলীতে নির্মমভাবে খুন হয়েছেন। স্থানীয় একটি মাছের ঘের থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

হাসান শেখের পরিবার জানায়, তিনি প্রতিদিনের মতো শনিবার রাতেও বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। ভোরে স্থানীয়রা ঘেরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, দীর্ঘ ৮ বছর কুয়েতে থাকার পর দেশে ফিরেই হাসান সম্প্রতি বিয়ে করেছিলেন। হত্যার পেছনে পূর্ব শত্রুতা অথবা কোনো ব্যক্তিগত সম্পর্কের জটিলতা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।