প্রকাশিত : শুক্রবার , ১৬ মে ২০২৫ , বিকাল ০৪:৩০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:৫৫
রিপোর্টার : খুলনা ডেস্ক

আবারও কমল স্বর্ণের দাম, ১৬ মে থেকে নতুন মূল্য কার্যকর


রিপোর্টার : the investor

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩,৪৫২ টাকা কমানো হয়েছে। ১৬ মে শুক্রবার থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। এখন ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৫,৭৩৪ টাকা।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণ কেনার সময় মূল্য তালিকার সঙ্গে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও গুণগতমানের ভিত্তিতে এই মজুরি ভিন্ন হতে পারে।

এর আগের সর্বশেষ মূল্য পরিবর্তন করা হয়েছিল ১৩ মে, যেখানে ভরিতে ১,৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৬৯,১৮৬ টাকা। অর্থাৎ, মাত্র দুই দিনের ব্যবধানে দামের বড় অংকের পরিবর্তন হয়েছে।

বর্তমানে ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১,৬১,৫০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৩৮,৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১,১৪,৪৩৬ টাকা।

২০২৫ সালে এখন পর্যন্ত ৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ১২ বার কমানো হয়েছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার মূল্যবৃদ্ধি এবং ২৭ বার মূল্যহ্রাস ঘটেছিল।

অন্যদিকে, স্বর্ণের দামের পরিবর্তন হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১,৭২৬ টাকায়।

স্বর্ণ বা রুপা কেনার পরিকল্পনা থাকলে এই দামের পরিবর্তন এখনই বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিনিয়োগ বা বিয়ে উপলক্ষে স্বর্ণ কিনতে চান তাদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত সময়।