
অ্যামচেম বাংলাদেশের প্রতিনিধিদল সিঙ্গাপুরে অনুষ্ঠিত এসজি৬০ আইপিএস-এসবিএফ সম্মেলনে অংশগ্রহণ । এতে অ্যামচেম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। প্রতিনিধিদলে আরও ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ রাসেল আল মামুন, বিডিকলিং আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মুহাম্মদ মনির হোসেন এবং নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ। সম্মেলনটি সিঙ্গাপুরের স্যান্ডস গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং এবং আইপিএস পরিচালক জনাদাস দেবানের মধ্যে সিঙ্গাপুরের আন্তর্জাতিক ভূমিকা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে `খণ্ডবিখণ্ড বৈশ্বিক অর্থনীতি` নিয়ে আলোচনা করেন মিস ওয়েন্ডি কাটলার, ড. মুহাম্মদ চাতিব বাসরি এবং রবি মেনন। তাঁরা বহুপাক্ষিকতার পতন এবং যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার উত্তেজনা নিয়ে কথা বলেন। দ্বিতীয় অধিবেশনে `নতুন অর্থনৈতিক জোট` নিয়ে আলোচনা করেন ড. ইন্দারমিত গিল, অধ্যাপক জিয়া কিংগুও এবং তান চং মেং। তাঁরা বিভিন্ন আঞ্চলিক জোটের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
আন্তর্জাতিক বাণিজ্য চেম্বারের সেক্রেটারি জেনারেল জন ডেন্টন বাণিজ্যনীতির প্রয়োজনীয়তা নিয়ে মূল বক্তব্য পেশ করেন। এ ছাড়া, প্রতিনিধিদল সিঙ্গাপুরের বিরোধীদলীয় নেতা প্রীতম সিং এবং এসবিএফের নির্বাহী চেয়ারম্যান টিও সিওং সেংসহ বিশিষ্ট নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।