প্রকাশিত : বুধবার , ১ জানুয়ারী ২০২৫ , সকাল ১১:৫৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২২
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

সড়কে প্রাণ গেলো জামায়াত নেতার


রিপোর্টার : the investor

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ৮টায় জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম  বলেন, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত নেতার মৃত্যুতে তাৎক্ষণিক শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল।