
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, বৃহস্পতিবার ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার ইশ্বরদীতে একই রকম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এদিকে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অস্বস্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বুধবার রাতে ঈশ্বরদী বুকিং অফিসের সামনে এবং জংশন স্টেশনে শীতের তীব্রতায় ভাসমান মানুষ জনের করুণ অবস্থা দেখা গেছে। শীতে জুবুথুবু হয়ে ফুটপাতেই দিন কাটাচ্ছেন তারা। তাছাড়া তীব্র শীতে বাড়ছে ঠান্ডজনিত রোগব্যধির প্রকোপ।
চিকিৎসক আব্দুল বাতেন বলেন, শীত মৌসুমে ঠান্ডাজনিত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়ারিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এদের বেশিরভাগই শিশু ও বয়োজ্যেষ্ঠ। ঠান্ডাজনিত রোগব্যধি এড়াতে গরম কাপড় পরতে হবে। যতটুকু সম্ভব ঘরে অবস্থান করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হাজার এবং জেলা প্রশাসকের দপ্তর থেকে এক হাজার কম্বল পেয়েছিলাম। মোট দুই হাজার কম্বল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।