
গতকাল এক জানুয়ারির জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে খুলনা জেলা ও মহানগর ছাত্রদল।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর গল্লামারি এলাকা থেকে শুরু হয়ে কেডিএ ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল মান্নান মিস্ত্রি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির নবগঠিত আহবায়ক মনিরুজ্জামান মন্টু সহ বিএনপির বিশিষ্ট নেতৃবৃন্দ।