
সিলেটের তামাবিল জাফলং মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমেল আহমেদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে তামাবিল জাফলং মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধরা।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহাসড়কের উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে রুমেল আহমদ তার এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেলটি উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদেরকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রুমেল মারা যায়।
তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘাতক বাসটি আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।