প্রকাশিত : শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫ , দুপুর ০২:৪৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , দুপুর ১২:০০
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

ট্রেন চালু রাখার দাবিতে পঞ্চগড়ে রেললাইন অবরোধ


রিপোর্টার : the investor

পঞ্চগড়ে আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বন্ধের খবরে রেললাইন অবরোধ করেছেন এলাকাবাসী। এ সময় একটি লালকাপড় রেললাইনের ওপর ঝুলিয়ে দেওয়া হয়।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

স্থানীয়দের অভিযোগ, বোদা ও উপজেলার একমাত্র রেলস্টেশন এই কিসমত রেলওয়ে স্টেশন। এই স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি দীর্ঘদিন ধরে বিরতি ছিল। রোববার থেকে এ স্টেশন থেকে ট্রেনটি প্রত্যাহারের খবর পেয়ে এলাকাবাসী স্টেশনটিতে অবরোধ করেন।

স্থানীয় বাসিন্দা মো. মোজাজ্জামেল বলেন, এই স্টেশটিতে ঢাকা ও রাজশাহী থেকে যাত্রী যাওয়া আসা করে। ট্রেনটি এই স্টেশনেই থামতো। কিন্তু ১৯ জানুয়ারি থেকে যাত্রাবিরতি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। যদি ট্রেনটি না থামে তাহলে এই স্টেশন থেকে কেউ ট্রেনে উঠতে পারবে না। তাই ট্রেন চালুর দাবিতে রেললাইন অবরোধক করা হয়েছে। 

স্টেশন মাস্টার বজলুর রহমান বলেন, এই স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি ট্রেনটির দুই মিনিট বিরতি ছিল। এটা সরকার প্রত্যাহার করায় স্থানীয় বাসিন্দারা সকালে যাত্রাবিরতির দাবিতে স্টেশন অবরোধ করেন। পরে ইউএনও, পুলিশ এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। ট্রেনটির টিকিট খুবই কম বিক্রি হচ্ছে এই স্টেশনে।