প্রকাশিত : সোমবার , ২০ জানুয়ারী ২০২৫ , বিকাল ০৫:৩৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

মাদারীপুরে সরিষা ক্ষেতে বিষধর ‘রাসেল ভাইপার’


রিপোর্টার : the investor

আবারো দেখা মিলেছে বিষধর সাপ ‘রাসেল ভাইপারে’র। মাদারীপুরে সরিষা ক্ষেতে দেখা মিলেছে এই সাপের। রোববার (১৯ জানুয়ারি) সাপটি দেখার পর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঘটনাটি ঘটে শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার জনি মিয়ার সরিষা ক্ষেতে। সরিষা ক্ষেতে সৌন্দর্য উপভোগ করতে গিয়ে দর্শনার্থীদের চোখে ধরা পড়ে সাপটি।

স্থানীয়রা জানান, প্রতিদিন বিকেল হলেই সরিষা ক্ষেতে সৌন্দর্য উপভোগ করেন আশপাশের লোকজন। শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ ছবিও তোলেন। হঠাৎ রোববার বিকেলে এক দর্শনার্থীর চোখে ধরা পড়ে রাসেল ভাইপার সাপটি। পরে কয়েকজন দর্শনার্থী তা ভিডিও ধারণ করেন। এরপর আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী জুয়েল সরদার বলেন, সরিষা ক্ষেতে এমন বিষধর সাপ আগে কখনও চোখে পড়েনি। হঠাৎ এমন সাপ সরিষা ক্ষেতে দেখার কারণে ভয় ও আতঙ্ক কাজ করছে। আরও একাধিক এমন বিষধর সাপ সরিষা ক্ষেতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে সাপটিকে আর খুঁজে পাওয়া যায়নি।’

গতবছর এক আতঙ্কের নাম ছিল বিষধর এই সাপটি। বছরের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল ‘রাসেল ভাইপার’কে। ক্ষেত থেকে শুরু করে মানুষের বসতবাড়িতেও ঢুকে পরেছিল সাপটি। মাঝে অনেকদিন দেখা না গেলেও আবার ফিরে এসেছে ‘রাসেল ভাইপার’।