প্রকাশিত : রবিবার , ২৬ জানুয়ারী ২০২৫ , বিকাল ০৩:০১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:১৮
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

ঘন কুয়াশায় ঈশ্বরদীতে ট্রেন চলাচলে বিঘ্ন


রিপোর্টার : the investor

মাঘের তীব্র শীতে আবারও স্থবির হয়ে পড়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা ঈশ্বরদীর মানুষের জীবন। দিনে ও রাতে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার হাঁড়কাপানো তীব্র শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরেই ঈশ্বরদীতে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে অবস্থান করছে। তবে রবিবার (২৬ জানুয়ারি) ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগের দিন শনিবার (২৫ জানুয়ারি) ছিল ১১ দশমিক ১ ডিগ্রি এবং শুক্রবার (২৪ জানুয়ারি) ছিল ১০ দশমিক ২ ডিগ্রি । 

রেলওয়ে সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে পশ্চিমাঞ্চলের রাতের ট্রেনগুলো ধীরগতিতে চলছে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছাড়াই।

পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ বীরমন্ডল জানান, ঘন কুয়াশার কারণে রাতের ট্রেনগুলো কিছুটা ধীরগতিতে চলছে। দুর্ঘটনা এড়াতে শিডিউল কিছুটা বিঘ্ন ঘটছে।

এদিকে কর্মজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খেটে খাওয়া মানুষ কাজে যেতে না পারায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এই জনপদে।