প্রকাশিত : সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ , সন্ধ্যা ০৬:১৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০৭
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

মেডিক্যালে চান্স পাওয়া সেই ইমার দায়িত্ব নিলেন তারেক রহমান


রিপোর্টার : the investor

সরকারি মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মেয়ে ইমা আক্তার। গত কিছুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত ইমা আক্তারের। কেননা তার পরিবার হতদরিদ্র, শিক্ষাজীবন চালিয়ে নিতে পারছিলেন না। ভর্তি করার মতো অর্থনৈতিক অবস্থা তার পরিবারের ছিল না।

এ অবস্থায় ইমার ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম আজ তারেক রহমানের পক্ষ থেকে ইমার ভর্তি খরচ ও শিক্ষাসামগ্রী কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন।

এ সময় ইমা আক্তার ও তার বাবা তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ এবং ভাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক।