প্রকাশিত : মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ , সকাল ১১:৩০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৮:৩৫
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু


রিপোর্টার : the investor

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতি মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেন বন বিভাগের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

বন বিভাগ সূত্র অনুযায়ী, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মৌজার মিতাইঝিরি গুণ্ডার টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহতর খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন। 

এরপর রোববার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন সেখানে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।

চিকিৎসকেরা জানান, পাহাড়ের ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি।

এরপর বন বিভাগের সহযোগিতায় হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।