প্রকাশিত : মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ , সন্ধ্যা ০৬:০৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২১
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ নেতার লিফলেট বিতরণ করায় আটক ৪


রিপোর্টার : the investor

রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের দলীয় কর্মসূচী অংশ হিসেবে তাদের সর্মথক-কর্মীরা লিফলেট বিতরণ করার চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান চারঘাট থানার ওসি আফজাল হোসেন।

আটকরা হলেন- আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মৃত ইন্তাজ মুন্সীর ছেলে এজাজুল হক (৪৫), চকগোচর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে ৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাদশা (৫০), বামনিদহ গ্রামের মৃত ওমর আলীর ছেলে আনারুল হক (৪০) ও একই গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে আজাদ (৪৫)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার শলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এজাজুল হকসহ তিনজনকে আটক করে থানা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ৫ আগস্ট মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের দলীয় কর্মসূচী সময় লিফলেট বিতরণ করায় তাদের আটক করা হয়।