প্রকাশিত : মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ , দুপুর ০১:১৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২১
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

হবিগঞ্জের সাবেক এমপি মজিদকে কারাগারে প্রেরণ


রিপোর্টার : the investor

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

তিনি জেলার বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ হত্যা মামলার আসামী।

বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম জানান, তাকে সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যা জিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালতে হাজির করা হয়। তিনি ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় আদালত ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।