প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , দুপুর ০১:৩৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:২২
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


রিপোর্টার : the investor

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়ায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ৭টার পর ঘন কুয়াশা কমতে থাকলে এ দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঘন কুয়াশায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা ও এনায়েতপুরী ফেরি।

এদিকে মধ্যরাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও যানবাহনশ্রমিকেরা তীব্র দুর্ভোগের শিকার হন। 

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১২ টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে লোড নিয়ে ৪টি ফেরি আটকা পড়ে। এ সময় ফেরি পারাপার হতে আসা যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব কমলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম নাছির উদ্দিন বলেন, সকাল পৌনে ৭টার পর ঘন কুয়াশা কমতে থাকলে এ দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।