
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সদর উপজেলার কচুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড় এবং মাগুরা শহরের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কেষ্টপুর গ্রামের করিম মন্ডলের ছেলে কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) এবং মাগুরা জেলার শ্রীপুরের কালীনগর গ্রামের আব্দুর রশিদের একটি ইট ভাটার ম্যানেজার পুত্র সজিব (৩২)।
জানা গেছে, রামনগর ঠাকুরবাড়ি মোড়ে বিকেলের দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব আহম্মেদ নামে এক যুবক গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা দুই মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিকেলে কচুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনার পর এই সড়কের বাস টার্মিনাল এলাকায় সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে আরও দুই মোটরসাইকেল। ওই সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান নিহত হন।
মাগুরা হাইওয়ে থানার পুলিশ জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। লাশ মাগুরা হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।