প্রকাশিত : রবিবার , ২ মার্চ ২০২৫ , দুপুর ১২:৩৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০৯
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক


রিপোর্টার : the investor

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকেলে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশে ভারতীয় বসকোঠাল এলাকায় নোম্যান্সল্যান্ডে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, পতাকা বৈঠকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অন্যদিকে বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার।

দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ বিজিবির অধিনায়ককে কাঁটাতারের বেড়া পরিদর্শন করান।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ এবং দুই দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার্থে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।