প্রকাশিত : শনিবার , ৮ মার্চ ২০২৫ , দুপুর ১২:১০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১০ দোকান


রিপোর্টার : the investor

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে উপজেলার লারমার স্কয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে দীঘিনালার লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ এখনও সম্ভব হয়নি।’