প্রকাশিত : সোমবার , ৭ এপ্রিল ২০২৫ , দুপুর ১২:০৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

বুলুর শারীরিক অবস্থার উন্নতি, অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে ঢাকায়


রিপোর্টার : the investor

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টায় তাকে অ্যাম্বুলেন্সে কুমিল্লা থেকে ঢাকায় নেওয়া হয়।

বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার স্বামীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাক্তারদের সঙ্গে কথা বলে তাকে অ্যাম্বুলেন্সযোগে সোমবার সকাল ৭টার দিকে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে দ্রুত কুমিল্লা নগরীর মুন হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয়।