
রাঙ্গামাটিতে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ।
ওসি বলেন, সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি-পিকআপভ্যান সংঘর্ষে ৫ জন নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।