প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৮ মে ২০২৫ , বিকাল ০৫:২২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৪০
রিপোর্টার : খুলনা ডেস্ক

দুর্বৃত্তদের তাণ্ডবে কুষ্টিয়া ও বগুড়ায় দুই খামারে লাখো টাকার ক্ষতি


রিপোর্টার : the investor

দেশের দুই জেলায় এক রাতেই দুইটি খামারে দুর্বৃত্তদের ভয়াবহ নাশকতায় ক্ষতির মুখে পড়েছেন খামার মালিকরা। কুষ্টিয়ার দৌলতপুরে একটি মৎস্য খামারের তিনটি পুকুরে বিষ প্রয়োগে মারা গেছে প্রায় ৭০ লাখ টাকার মাছ। অপরদিকে, বগুড়ার আদমদীঘিতে একটি পোলট্রি খামারে সহস্রাধিক মুরগির বাচ্চা পদদলিত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু। তাঁর পাঁচটি পুকুরের মধ্যে তিনটিতে বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে হাজার হাজার মাছের।

পুকুরগুলোর দেখভালে থাকা মাছ চাষি রতন আলী জানান, পুকুর তিনটির আয়তন মোট ছয় বিঘার মতো। সেখানে পাঙাশ, মনোসেক্স তেলাপিয়া, রুই, মৃগেল, চিতলসহ নানা প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। মাছগুলোর ওজন ছিল দেড় কেজি থেকে শুরু করে ১০ কেজি পর্যন্ত। বুধবার ভোরে সব মাছ মরে পানিতে ভেসে ওঠে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই তিন পুকুরে অন্তত ৭০ লাখ টাকার মাছ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস ট্যাবলেট পুকুরে ফেলে এই ঘটনা ঘটানো হয়েছে। এতে পানির অক্সিজেন কমে গিয়ে সব মাছ মারা যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০-৬০ লাখ টাকা ধরা হয়েছে।

একই রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ায় পান্না পোলট্রি ফার্মে হামলা চালায় দুর্বৃত্তরা। খামারটির মালিক হারুনুর রশিদ জানান, ফার্মে থাকা এক হাজারের বেশি ১৫ দিন বয়সী মুরগির বাচ্চা পদদলিত করে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় খামার বন্ধ করে বাসায় ফিরে যান তিনি, কিন্তু রাত সাড়ে ১১টার দিকে কেয়ারটেকার এসে ভেতরে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান।

হারুনুর রশিদের ভাষ্য, এই ঘটনায় তাঁর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তাঁর স্ত্রী শবনম মোস্তারি বাদী হয়ে থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ায় পান্না পোলট্রি ফার্মে হামলা চালায় দুর্বৃত্তরা। খামারটির মালিক হারুনুর রশিদ জানান, ফার্মে থাকা এক হাজারের বেশি ১৫ দিন বয়সী মুরগির বাচ্চা পদদলিত করে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় খামার বন্ধ করে বাসায় ফিরে যান তিনি, কিন্তু রাত সাড়ে ১১টার দিকে কেয়ারটেকার এসে ভেতরে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান।

হারুনুর রশিদের ভাষ্য, এই ঘটনায় তাঁর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তাঁর স্ত্রী শবনম মোস্তারি বাদী হয়ে থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।