প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৮ মে ২০২৫ , সন্ধ্যা ০৬:৪৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৩৯
রিপোর্টার : খুলনা ডেস্ক

সুন্দরবনে বনবিভাগের অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ, চোরা শিকারিরা পলাতক


রিপোর্টার : the investor

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (তারিখ দিন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে ৪ জন চোরা শিকারি বনের গহীনে পালিয়ে যায়।

অভিযান পরিচালনাকারী ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, তল্লাশিকালে চোরা শিকারিদের ফেলে যাওয়া একটি নৌকা থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত ৪২ কেজি হরিণের মাংস বন আইনের বিধান অনুযায়ী কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং পরবর্তীতে মাটিচাপা দেওয়া হয়। পালিয়ে যাওয়া চোরা শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনাটি আবারও প্রমাণ করে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় চোরা শিকার রোধে বনবিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে।