প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২২ মে ২০২৫ , দুপুর ০২:০৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০৮
রিপোর্টার : খুলনা ডেস্ক

শিক্ষকদের অনাস্থার মুখে কুয়েটের উপাচার্য হযরত আলীর পদত্যাগ


রিপোর্টার : the investor

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী দায়িত্ব গ্রহণের মাত্র ১৮ দিনের মাথায় পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ এবং পদত্যাগের দাবি জানানো হয় উপাচার্যের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে চলমান শিক্ষক আন্দোলনের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন অধ্যাপক হযরত আলী।

জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক সিদ্ধান্ত, নীতিনির্ধারণে স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব নিয়ে শিক্ষকসমাজের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শিক্ষকরা উপাচার্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য একাধিক বৈঠক ও কর্মসূচি ঘোষণা করে।

এই প্রেক্ষাপটে কুয়েটের প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের গ্রহণযোগ্যতা ও সম্মিলিত নেতৃত্বের প্রয়োজনীয়তা আবারও সামনে চলে এসেছে।