
রাজবাড়ীর কালুখালীতে অস্ত্র-গুলিসহ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৪ মে) দুপুরে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য জানান।
এর আগে শুক্রবার রাতে উপজেলার সাওরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, কালুখালী উপজেলার জামালপুরের সাওরাইল এলাকায় চিহ্নিত মজনু গ্রুপের সদস্য মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা ও জসিম মণ্ডল।
পুলিশ জানায়, যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, তিনটি ওয়ানশুটার গান বন্দুক, একটি ব্যাটন, দুটি ছুরি, একটি হকিস্টিক, তিনটি স্মার্টফোন, তিনটি ফোন, তিনটি জাতীয় পরিচয়পত্র, দুটি চেকবই, দুটি মদের বোতল, দুটি এটিএম কার্ড, তিনটি পাসপোর্ট, একটি লেজার পয়েন্টার ও একটি ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা মজনু গ্রুপের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালীর বিভিন্নস্থানে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, ডাকাতি করে আসছিল।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেফতাররা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র-গুলি তাদের হেফাজতে রেখেছিলো। থানায় হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।