প্রকাশিত : শুক্রবার , ৩০ মে ২০২৫ , বিকাল ০৪:০১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২০
রিপোর্টার : খুলনা ডেস্ক

ঈদ যাত্রা নিরাপদ করতে খুলনায় র‍্যাবের বিশেষ চেকপোস্ট


রিপোর্টার : the investor

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে খুলনা অঞ্চলের মহাসড়কে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব-৬। ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে অপরাধ প্রতিরোধে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

র‍্যাব জানায়, ডাকাতি, ছিনতাই, মলমপার্টি ও অজ্ঞানপার্টির মতো অপরাধ দমনে নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। গত ২৯ মে রাত ১০টা থেকে ভোর পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হয়।

র‍্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহাদত হোসেন জানান, ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হয়।

র‍্যাব আশ্বস্ত করেছে, ঈদের আগ পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এবং নিরাপদে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।