প্রকাশিত : সোমবার , ২ জুন ২০২৫ , সকাল ১১:৪৮।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ১০:২৯
রিপোর্টার : খুলনা ডেস্ক

নতুন নোট বিতরণ শুরু, এই ১১ ব্যাংকে পাবেন নতুন টাকা


রিপোর্টার : the investor

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট আজ থেকে বাজারে আসছে। ঈদকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে কিছু বাছাই করা ব্যাংকের মাধ্যমে এই নতুন নোট সরবরাহ করছে।

এই বিশেষ নোট পাওয়া যাবে মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায়। গ্রাহকরা যেসব ব্যাংকে গিয়ে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন সেগুলো হলো: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেই এই নোট সাধারণ মানুষের হাতে পৌঁছানো হবে। আজ সোমবার থেকেই নতুন টাকার সরবরাহ শুরু হচ্ছে এবং ধাপে ধাপে এর পরিমাণ আরও বাড়ানো হবে।

ঈদের আনন্দে নতুন, চকচকে টাকার বিনিময় যেন আরও উৎসবমুখর পরিবেশ তৈরি করে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।