প্রকাশিত : বুধবার , ১১ জুন ২০২৫ , দুপুর ১২:৩৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৬
রিপোর্টার : খুলনা ডেস্ক

আজ খোলা থাকবে ব্যাংকের নির্দিষ্ট শাখা, লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত


রিপোর্টার : the investor

ঈদের ছুটির মধ্যেও আজ বুধবার (১১ জুন ২০২৫) দেশের কিছু নির্দিষ্ট এলাকায় ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ওষুধ শিল্পসহ আমদানি-রপ্তানিমুখী গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের প্রয়োজনীয় বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো তাদের নিজ বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অনুমোদিত ডিলার (এডি) শাখা সীমিত আকারে চালু রাখতে পারবে।

ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন পরিচালিত হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। যারা আজ দায়িত্ব পালন করবেন, তারা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।