প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১২ জুন ২০২৫ , দুপুর ১২:১০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:১৪
রিপোর্টার : খুলনা ডেস্ক

২৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, কিছু জায়গায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা


রিপোর্টার : the investor

দেশের বিভিন্ন অঞ্চলে চলছে প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমের দাপট। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ২৫টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যদিও কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাব এখনো বাংলাদেশে পুরোপুরি সক্রিয় হয়নি। বঙ্গোপসাগরের উত্তর অংশে এর অবস্থান দুর্বল থেকে মাঝারি মাত্রায় রয়েছে।

বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃষ্টির ব্যাপারে আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

গতকাল দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহী, রংপুর, পাবনার ঈশ্বরদী এবং নীলফামারীর ডিমলায়—যেখানে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ডিমলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়, যেখানে ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বর্তমান আবহাওয়ার এমন চিত্রে মানুষ যেমন গরমে অতিষ্ঠ, তেমনি সামান্য বৃষ্টির আশাও বাঁচিয়ে রাখছে কিছুটা স্বস্তির আশা।