প্রকাশিত : বুধবার , ১৮ জুন ২০২৫ , সকাল ১১:৪২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৫
রিপোর্টার : খুলনা ডেস্ক

খুলনায় রিকশা দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত চালকের


রিপোর্টার : the investor

মঙ্গলবার রাতে খুলনার খালিশপুর থানার কাস্টমস অফিসের সামনে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর, তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। রাত ৯টার দিকে ইঞ্জিনচালিত একটি রিকশা দ্রুতগতিতে চলার সময় হঠাৎ তার এক পাশের চাকা ভেঙে যায়। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক্সেল ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।