প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৯ জুন ২০২৫ , দুপুর ০১:৪৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৯
রিপোর্টার : খুলনা ডেস্ক

নড়াইলে অসাবধানতায় প্রাণ হারালো দুই ছোট্ট শিশু


রিপোর্টার : the investor

নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় পুকুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে পরিবারের অজান্তে পুকুরে নামলে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন প্রবাসী শহীদ ফকিরের ৯ বছর বয়সী মেয়ে আফিয়া এবং আলামিন ফকিরের ৮ বছর বয়সী মেয়ে মিম। তারা দুজনেই স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আফিয়া তার মায়ের কাছে হাঁসের গোশত খাওয়ার আবদার করলে তার মা হাঁস আনতে মামা বাড়ি যান। অন্যদিকে মিমের মা ব্যস্ত ছিলেন পারিবারিক কাজে। এই সুযোগে দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে যায়। সম্প্রতি পুকুরটি নতুন করে খনন করা হয়েছিল এবং টানা দু’দিনের বর্ষণে পানি বেড়ে গিয়েছিল। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়।

পরিবারের লোকজন অনেকক্ষণ পর দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ হৃদয়বিদারক ঘটনার পর পুরো বেতভিটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।

এই দুর্ঘটনা এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং পরিবারের সদস্যরা চরম শোকের মধ্যে দিন কাটাচ্ছেন। পুকুর ও জলাশয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে।