প্রকাশিত : রবিবার , ২৯ জুন ২০২৫ , দুপুর ১২:১৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২১
রিপোর্টার : খুলনা ডেস্ক

দেশজুড়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’, উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা


রিপোর্টার : the investor

বাংলাদেশের আবহাওয়ায় আসছে বছরের অন্যতম শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি ২০২৫ সালের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয় হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বৃষ্টিবলয় ‘নির্ঝর’ ২৮ জুন উপকূলীয় অঞ্চল দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে বাংলাদেশ ছাড়তে পারে।

এই বৃষ্টিবলয়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে থাকবে অতিমাত্রায় সক্রিয় অবস্থা, যেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে থাকবে মাঝারি মাত্রার প্রভাব, আর ঢাকা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত।

বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। যদিও বড় ধরনের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই, তবে উপকূলীয় অঞ্চলে লঘুচাপের কারণে মাঝারি ধরনের ঝড় হতে পারে এবং সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে এই সময়ে, বিশেষ করে সক্রিয় এলাকাগুলোতে।

আবহাওয়ার এই পূর্বাভাসের ভিত্তিতে উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে।

দেশজুড়ে এই প্রাকৃতিক পরিস্থিতি জনজীবনে প্রভাব ফেলতে পারে, তাই সময়মতো তথ্য জেনে সতর্ক থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।