প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ , দুপুর ০১:২৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২০
রিপোর্টার : খুলনা ডেস্ক

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় শ্বশুর-পুত্রবধূ নিহত, আহত ২


রিপোর্টার : the investor

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পদ্মা রেলস্টেশনসংলগ্ন কুতুবপুর সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকায়। তারা একটি মাইক্রোবাসে করে ঢাকা যাচ্ছিলেন। নিহতরা হলেন মাসুদ বিশ্বাস (৫৫) এবং তাঁর পুত্রবধূ ফিরোজা বেগম (২৮)।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি ঘটে যখন ফরিদপুর থেকে আসা একটি মাইক্রোবাস ঢাকামুখী লেনে চলছিল। পথে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে হঠাৎই পিছন থেকে পূর্বাশা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সেই মাইক্রোবাসকে আঘাত করে। তীব্র আঘাতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন যাত্রীর মৃত্যু হয়।

ঘটনায় আরও দুইজন যাত্রী আহত হন, যাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর শিবচর হাইওয়ে থানায় মরদেহ ও যানবাহনগুলো হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম।

এই দুর্ঘটনা এক্সপ্রেসওয়েতে যান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আবারও সামনে এনে দিয়েছে। অতিরিক্ত গতি ও যানবাহনের দূরত্ব বজায় না রাখার ফলে প্রতিনিয়তই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। সচেতনতা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।