
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে আগামী মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ থেকে ক্লাস শুরু হচ্ছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের মঙ্গলবারের আগেই হল ও আবাসিকে এসে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”
উল্লেখযোগ্য যে, গত ১৮ ফেব্রুয়ারির শিক্ষার্থী-শিক্ষক সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। এরপর শিক্ষার্থীদের টানা আন্দোলন ও আমরণ অনশনের প্রেক্ষিতে সরকার ২৫ এপ্রিল তৎকালীন উপাচার্যকে অপসারণ করে। ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পান চুয়েটের অধ্যাপক ড. মো. হযরত আলী। তবে ৪ মে ক্লাস শুরুর ঘোষণার পরও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার না হওয়ায় শিক্ষকেরা একাডেমিক কার্যক্রমে ফেরেননি এবং অবশেষে ২১ মে তিনি পদত্যাগ করেন।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ২৪ জুলাই দায়িত্ব গ্রহণের পর কুয়েটে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। তাঁর নেতৃত্বে অবশেষে বিশ্ববিদ্যালয় পুনরায় একাডেমিক কার্যক্রমে ফিরছে।
শিক্ষার্থীদের প্রত্যাবর্তন ও ক্লাস শুরুর এই ঘোষণা কুয়েট ক্যাম্পাসে নতুন করে আশার আলো জাগিয়েছে।