প্রকাশিত : শনিবার , ৯ আগস্ট ২০২৫ , দুপুর ১২:৩৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২১
রিপোর্টার : খুলনা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, আন্দোলন স্থগিত শিক্ষার্থীদের


রিপোর্টার : the investor

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। ১৭ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে হল প্রশাসন থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে রাজনীতি-মুক্ত হলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

শনিবার (৯ আগস্ট) গভীর রাতে, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামে। রাত দেড়টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা পর উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ জানান, “হলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না, এটি প্রশাসনের স্পষ্ট সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে কিংবা মধুর ক্যান্টিনে ছাত্রসংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে, তবে হলগুলো রাজনীতি-মুক্ত থাকবে।”

তিনি আরও বলেন, “প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিয়ম লঙ্ঘনকারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের সঙ্গেও আলোচনা প্রয়োজন।”

এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। তালা ভেঙে হলে প্রবেশ করে তারা মিছিলে যোগ দেন। পরে রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। উপাচার্যের ঘোষণার পর আপাতত আন্দোলন স্থগিত করেন তারা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার ঝড় উঠেছে। ছাত্ররাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।