প্রকাশিত : শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ , দুপুর ০১:১৮।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৯
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

রামুতে বন্যহাতির আক্রমণে ব্যবসায়ী নিহত


রিপোর্টার : the investor

কক্সবাজারের রামুতে হাতির আক্রমণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পান্জেঘানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়া স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হক (৪৫) একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মোঃ হোসেন প্রকাশ মাদুর ছেলে। আব্দুল হক ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কয়েকদিন ধরে ওই এলাকার মানুষ বন্য হাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।