প্রকাশিত : রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৫:৩৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৮:৩৯
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


রিপোর্টার : the investor

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

রোববার (২২ ডিসেম্বর) দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ টাইমস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শ্রীপুর উপজেলার ভাংনাহাটি মোল্লাপাড়া এমঅ্যান্ডইউ টাইমসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’

স্থানীয়রা জানান, আগুনের শিখা ছড়িয়ে পড়ায় কারখানার চারপাশের মানুষ মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান মিয়া বলেন, ‘সাত তলা ভবনের একটি পোশাক কারখানার আগুনের ধোয়া দেখা যাচ্ছে। দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারদিকে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতর থেকে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।