প্রকাশিত : বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ , সকাল ১১:৪২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৩৭
রিপোর্টার : দ্য ইনভেস্টর অনলাইন ডেস্ক

বাংলাদেশ নার্সদের একদফার দাবীতে পিরোজপুরে মানববন্ধন


রিপোর্টার : the investor

বাংলাদেশ নার্সদের একদফার দাবীতে মানববন্ধন করেছেন পিরোজপুরে কর্মরত  নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর নার্স ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা স্টুডেন্টদের প্রাণের দাবি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারিডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স-কে ডিগ্রি সমমান করার জন্য জোর দাবি জানিয়েছেন।  মানববন্ধনে বক্তব্য রাখেন, নার্সিং কর্মকর্তাদের প্রতিনিধি মোসাম্মৎ মনোয়ারা পারভিন এবং ছাত্র প্রতিনিধি মিজানুর রহমান বক্তব্য রাখেন।