প্রকাশিত : রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৪:১২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:২৬
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

দুই দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী


রিপোর্টার : the investor

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি। 

তার দাবিগুলো হলো- জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করা ও অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কার্যকর করা।  

এ বিষয়ে জিয়া উদ্দিন আয়ান বলেন, 'জুলাই গনঅভ্যূত্থানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও তাদের দোসররা হামলা চালায়। অথচ হামলাকারীদের গ্রেপ্তার বা বিচার নিশ্চিতে এখন পর্যন্ত প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে। গত সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটি গঠন করা হয়েছে যার মেয়াদ ছিলো ত্রিশ কর্ম দিবস। অথচ চার মাস পেরিয়ে গেলেও তারা কোনো রিপোর্ট এবং মামলা গ্রহণের কোনো প্রস্তুতি নিতে পারেনি। আমি এই ব্যাপারে হতাশ, এবং আজকে এই কারণেই দুই দফা দাবিতে আমরা অনশনে বসেছি।'

তিনি আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান বিচার কার্য নিয়ে আন্দোলনে সরব হওয়ায় আমাকে এক অজ্ঞাত ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত সেই হুমকিদাতাকেও চিহ্নিত করতে পারেনি প্রশাসন। এ বিষয়ে আমি থানায় জিডি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া জুলাই বিপ্লবের ৯ দফার সাত নম্বর দফা ছিল যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা। কিন্তু এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ জাকসু কার্যকর করার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। দাবিগুলো মানা না হলে আমি অনশন চালিয়ে যাবো।'

এদিকে অনশনের এক পর্যায়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি বলেন, 'তদন্ত কমিটির কাছ থেকে আমরা জেনেছি আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রাথমিক তদন্ত এবং ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এছাড়া উপাচার্য মহোদয় আগামীকাল জাকসু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করবেন।'