প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫ , দুপুর ০২:১৬।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০৬
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে


রিপোর্টার : the investor

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থা আরও গুরুতর আকার ধারণ করেছে। বুধবার রাতে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে এবং সেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবারের পক্ষ থেকে বিষয়টি সকালে নিশ্চিত করেছেন নিশাত রহমান।  

নিশাত জানান, অঞ্জনা শ্বাসকষ্টে ভুগছেন। গতকাল রাতে শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে গেলে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।  

অঞ্জনা গত ১৫ দিন ধরে অসুস্থ। শুরুতে জ্বর ছিল এবং পুরো শরীর কাঁপছিল। ওষুধ খাওয়ার পরও জ্বর কমছিল না। পরে পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে আছেন, যারা মায়ের পাশে রয়েছেন।  

অঞ্জনা বাংলাদেশি চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় অভিনয়শিল্পী। নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তিনি পরবর্তী সময়ে চিত্রনায়িকা হিসেবে তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৭৬ সালের ‘দস্যু বনহুর’ দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। এরপর টানা কাজ করে গড়েছেন অসাধারণ সাফল্যের ইতিহাস।  

‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।