প্রকাশিত : মঙ্গলবার , ২০ মে ২০২৫ , দুপুর ১২:১৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , দুপুর ০২:৫৬
রিপোর্টার : খুলনা ডেস্ক

নারী নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার


রিপোর্টার : the investor

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

এর আগেও নোবেলকে গ্রেপ্তার করা হয়েছিল প্রতারণার মামলায়। ২০২৩ সালে একটি সাংগঠনিক অনুষ্ঠানে গান গাইতে যাওয়ার চুক্তি করে অগ্রিম টাকা গ্রহণ করেন তিনি। তবে পরবর্তীতে তিনি সেখানে উপস্থিত হননি, যার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাইনুল আহসান নোবেল ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে আলোচনায় আসেন। ওই প্রতিযোগিতায় অসাধারণ কণ্ঠের মাধ্যমে তিনি দুই বাংলার দর্শকদের মন জয় করেন এবং রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তার কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেলেও, ব্যক্তি জীবনের নানা বিতর্কে তিনি প্রায়শই সমালোচনার মুখে পড়েন।

২০২৩ সালে কুড়িগ্রামে ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে নোবেলের উচ্ছৃঙ্খল আচরণের কারণে ক্ষুব্ধ হন দর্শকরা। ওই সময় দর্শকরা তার দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হলে তা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

এইসব ঘটনার প্রেক্ষিতে নোবেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও বেড়ে যায়। সাম্প্রতিক গ্রেপ্তারের মধ্য দিয়ে তার বিতর্কিত আচরণ আবারও আলোচনায় এসেছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ বিচারিক আদালতের নির্দেশে নির্ধারিত হবে।