প্রকাশিত : রবিবার , ১৩ জুলাই ২০২৫ , বিকাল ০৩:২০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , দুপুর ০২:৫৬
রিপোর্টার : খুলনা ডেস্ক

জুলাই অভ্যুত্থান মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস


রিপোর্টার : the investor

চিত্রনায়িকা অপু বিশ্বাস জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ ১৩ জুলাই, রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামিনের আবেদন জানিয়ে অপু বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। এর আগে ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করলেন।

মামলাটি দায়ের করেছিলেন রাজধানীর ভাটারা এলাকার এনামুল হক নামের এক ব্যক্তি, যিনি ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। এরপর গত মার্চ মাসে ঢাকার আদালতে একটি মামলার আবেদন করেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

আদালতের নির্দেশে ভাটারা থানা-পুলিশ এ মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করে। মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী ক্ষমতাসীন দলকে অর্থ ও সমর্থন দিয়েছেন। এই মামলার তালিকায় রয়েছেন অপু বিশ্বাস ছাড়াও নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খানসহ আরও কয়েকজন তারকা।

এই মামলায় অপু বিশ্বাসের জামিন পাওয়া নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।