প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ , সকাল ১১:৩০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩১
রিপোর্টার : খুলনা ডেস্ক

রক কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই, বয়স হয়েছিল ৭৬


রিপোর্টার : the investor

বিখ্যাত হেভি মেটাল শিল্পী ও ব্ল্যাক সাবাথের প্রতিষ্ঠাতা সদস্য ওজি ওসবার্ন আর নেই। ২২ জুলাই, ২০২৫ মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ভক্তদের কাছে ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে পরিচিত এই রক কিংবদন্তি তার পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্তিতে পৃথিবী ছেড়ে চলে যান।

ওজির পরিবারের পক্ষ থেকে সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, পরিবারের সদস্যদের ভালোবাসা ও ঘনিষ্ঠতা বেষ্টিত অবস্থায় তিনি শেষ বিদায় নেন। তবে তার মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করেনি পরিবার। তারা এই সময়ে পারিবারিক গোপনীয়তা রক্ষার জন্য ভক্ত ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।

ওজি ওসবার্ন তার অসাধারণ কণ্ঠ ও সৃজনশীলতা দিয়ে রক ও হেভি মেটাল সংগীত জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। ব্ল্যাক সাবাথ ব্যান্ডের হয়ে ‘Iron Man’, ‘Paranoid’ সহ একাধিক কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। মাত্র কয়েক সপ্তাহ আগেই তিনি বার্মিংহামে নিজের জীবনের শেষ কনসার্টে অংশ নিয়েছিলেন, যেখানে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন মেটালিকা, গানস এন’ রোজেসসহ বহু কিংবদন্তি রক ব্যান্ডের সঙ্গে।

২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন ওজি, যা ২০০৩ সালের অল-টেরেইন ভেহিকেল দুর্ঘটনার পুরনো আঘাতকে আরও জটিল করে তোলে। পরবর্তীতে ২০২০ সালে তিনি প্রকাশ্যে জানান যে, তিনি পারকিনসন্স রোগে ভুগছেন—a স্নায়ুতন্ত্রজনিত গুরুতর ব্যাধি যা সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হয়ে যায়।

ওজি ওসবার্ন শুধু সংগীত জগতেই নয়, গোটা সংস্কৃতি জগতে এক অনন্য ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার অবদান এবং স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের হৃদয়ে।