প্রকাশিত : শনিবার , ১১ জানুয়ারী ২০২৫ , বিকাল ০৩:৪২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

‘নিষেধাজ্ঞার চাপে কঠিন অবস্থায় পড়েছেন পুতিন’


রিপোর্টার : the investor

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডনের কঠোর নিষেধাজ্ঞার চাপে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন অবস্থায় পড়েছেন। শুক্রবার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি, তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনও শ্বাস-প্রশ্বাসের জায়গা নেই। 

বাইডেন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিন বাকি আছে, যদি পশ্চিমা সমর্থন অব্যাহত থাকে তবে ইউক্রেন জয়ী হওয়ার প্রকৃত সম্ভাবনা রয়েছে।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে কবে এই বৈঠক হচ্ছে- তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প।

ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্ট থেকে ট্রাম্প বলেন, পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি। ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন।