প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৬ মার্চ ২০২৫ , দুপুর ০১:১৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৮
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

রমজানে কলকাতায় খেজুরের দাম চড়া, বেচাকেনায় ধীরগতি


রিপোর্টার : the investor

পবিত্র রমজান মাসে কলকাতায় খেজুরের চাহিদা থাকলেও এ বছর দাম যেন হাতের নাগালের বাইরে। চাহিদা মেটাতে দেশীয় খেজুরের পাশাপাশি বিদেশ থেকেও বিপুল খেজুর আমদানি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আনা বিভিন্ন প্রজাতির খেজুর পাওয়া যাচ্ছে কলকাতায়। কিন্তু সব ধরনের খেজুরের দামই চড়া।

আজওয়া থেকে শুরু করে মেগজুল, আম্বান, ট্যাটকো, মাবরুম, নূরি, হিলি, কলমি, আলু খেজুর, কিমিয়া খেজুরসহ বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যাচ্ছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে।

শিয়ালদহের খেজুর ব্যবসায়ী নুর আলম জানান, সব ধরনের খেজুর পাওয়া যাচ্ছে। কিন্তু দাম বেশি থাকায় বিক্রি কম হচ্ছে। মেগজুল খেজুরের দাম প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ রুপি, মাবরুম ৬০০ রুপি, হিলি ও কিমিয়া ৩০০-৪০০ রুপি, কলমি ৭০০ রুপি, নূরি ও ট্যাটকো ৩০০-৩৫০ রুপি। তবে দাম কম চট খেজুরের, প্রতি কেজি মাত্র ১২০ রুপি।

নুর আলম আরও জানান, সব থেকে বেশি দাম আজওয়া খেজুরের ৯০০-১০০০ রুপি। তবে এই খেজুরের মধ্যে একটু ভালোমানের নিতে গেলে আপনাকে দিতে হবে কেজিপ্রতি ১১০০-১২০০ রুপি।

আরেক খেজুর ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, রমজান শুরু হয়েছে মাত্র কয়েকদিন। খেজুরের দাম অনেক বেশি থাকার কারণে চাহিদা বর্তমানে কম রয়েছে। আমরা আশা করছি, আরও কয়েকটা রোজা যাওয়ার পর খেজুরের বাজার ভালো হবে।

খেজুর ব্যবসায়ী গোপাল মণ্ডল জানান, পশ্চিমবঙ্গজুড়েই বিভিন্ন প্রজাতির খেজুর পাওয়া যাচ্ছে। তবে খেজুরের মান অনুযায়ী দাম চাওয়া হচ্ছে। দেশি খেজুরের চাহিদা একটু আছে। বিদেশ থেকে আমদানি করা খেজুরের দাম বেশি থাকায় অনেকে নিতে চাইছে না। আশা করছি, আরও কয়েকটা রোজা হয়ে যাওয়ার পর খেজুরের দাম কমবে, তখন হয়তো চাহিদা বাড়বে।