প্রকাশিত : শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , দুপুর ০২:৩৫।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৭ আগস্ট ২০২৫ , রাত ০৩:২৫
রিপোর্টার : খুলনা ডেস্ক

পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে


রিপোর্টার : the investor

পাকিস্তানের উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ২৫০ জন ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা খাইবার পাখতুনখাওয়া প্রদেশ, যেখানে একাই মারা গেছেন অন্তত ২০০ জন। বুনের জেলায় মৃতের সংখ্যা ২১৩ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, গিলগিত বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু-কাশ্মীরে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ) জানায়, দুর্যোগে অন্তত ২৮ জন আহত হয়েছেন এবং শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অনেক অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল ফোন টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকাগুলোর সঙ্গে সংযোগ রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন এবং আগামী রবিবার (১৭ আগস্ট) শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এনডিএমএ-কে গিলগিত বালতিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।