প্রকাশিত : মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ , দুপুর ০২:০৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৪
রিপোর্টার : দ্য ইনভেস্টর অনলাইন ডেস্ক

বাংলা বাঁচাও, বাঙালী বাঁচাও, বাঁচাও সনাতন


রিপোর্টার : the investor

 

হিন্দুবাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে।

আজ বেলা ১২ টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন  মুর্তি চক থেকে মিছিলটি শুরু  হয়েছে।

বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ডে- “বাংলা বাঁচও, বাঙালী বাঁচও, বাঁচও সনাতন”, “বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুম বন্ধ করো”,“ সেভ বাংলাদেশি হিন্দুজ” এমন বেশ কিছু স্লোগান দেখা যায়।

মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন।